হোম অন্যান্যসারাদেশ হাসনাত-সারজিসের বহরের গাড়িতে ট্রাকের ধাক্কা: চালক-হেলপার রিমান্ডে

হাসনাত-সারজিসের বহরের গাড়িতে ট্রাকের ধাক্কা: চালক-হেলপার রিমান্ডে

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেটকারে ধাক্কা দেওয়া ট্রাকের চালক এবং হেলপারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিরা হলেন– ট্রাকের চালক মজিবুর রহমান (৪০) এবং তার ছেলে ও ওই ট্রাকের হেলপার রিফাত মিয়া (১৮)। তারা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা।

ঘটনার পরপরই পুলিশ তাদের গ্রেফতার করে। জব্দ করা হয় ট্রাকটি।

মামলার বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ শাহ জাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ মামলায় লোহাগাড়া থানা পুলিশ গ্রেফতার চালক-হেলপারের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে চাপা দেওয়ার ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়। ওই মামলায় গ্রেফতার চালক-হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন লোহাগাড়া থানা পুলিশ। আদালত শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজা থেকে ফেরার পথে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ওই গাড়িবহরের একটি প্রাইভেটকারে চাপা দেয় ট্রাক। এতে কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হননি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, সমন্বয়কদের বহরের গাড়িতে চাপা দেওয়ার ঘটনায় ওইদিন রাতেই ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারে থাকা আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই ঘট্নায় আটক ট্রাকটির চালক ও সহকারীকে মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তারা কারাগারে আছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন