হোম অন্যান্যসারাদেশ ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র গোধূলি আসর 

ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র গোধূলি আসর 

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ
ইবি সংবাদদাতা :
‘আসুন আমরা সুদ্ধতার চর্চা করি’ এই প্রতিপাদ্যে ‘গোধূলি আসর’ শীর্ষক কবিতা পাঠের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক চত্বরে এটির আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা বিভিন্ন কালজয়ী লেখকদের কবিতা আবৃত্তি করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রচিত বিভিন্ন কবিতাও আবৃত্তি করেন তারা। যেসব কবিতায় ফুটে উঠেছে জুলাইয়ের রণাঙ্গনের চিত্র ও নারী অধিকার সহ সমাজের নানা বৈষম্যের কথা। আর সেসব বৈষম্য নিরসনে ছড়িয়ে দেওয়া হয়েছে শুদ্ধতার বার্তা।
এসময় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে অতিথি হিসেবে কুষ্টিয়া জেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, ইবি প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট। এছাড়া ঐক্যমঞ্চের আহবায়ক ইয়াশিরুল কবির সৌরভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, সিওয়াইবি এর সভাপতি ত্বকী ওয়াসিফ, সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ মুনিম ও সংগঠনটির সাধারণ সম্পাদক আবু রায়হান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজনের বিষয়ে সংগঠনটির সভাপতি গোলাম রাব্বানী বলেন, ‘জুলাই বিপ্লবকে ধারণ করেই আমাদের আজকের এই আয়োজন। আমাদের উদ্দেশ্য শুধু কবিতা বা শব্দকে শুদ্ধভাবে উপস্থাপন করা নয়। আমাদের উদ্দেশ্য নিজেদেরকে শুদ্ধ মানুষ হিসেবে একে অপরের কাছে উপস্থাপন করা। সমাজে সকলের মাঝে শুদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়া।’
অনুষ্ঠানে সংগঠনটির প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরহানা ইবাদ রিয়া ও সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলার এসিল্যান্ড রিফাতুল ইসলাম বলেন, ‘দেশকে এগিয়ে নিতে একেকজনের একেকরকম ভূমিকা থাকে। সবাই সমান কাজ করবে না এটাই স্বাভাবিক। সবার উচিত নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তেমনি আবৃত্তি আবৃত্তি কবিতার মাধ্যমে সমাজের শুদ্ধতার বার্তা ছড়িয়ে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই প্রত্যাশা।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন