হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টারকে পিটিয়েছে দুর্বৃত্তরা

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টারকে পিটিয়েছে দুর্বৃত্তরা

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

সংকল্প ডেস্ক:
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমানকে পিটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রেল স্টেশনে এ ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। তাকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রীও আহত হয়েছেন। এ হাঙ্গামার কারণে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ও আহত স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সম্প্রতি কুলিয়ারচর থেকে কিশোরগঞ্জ রেল স্টেশনে বদলি হয়ে আসেন। আগে পরিবার নিয়ে ভৈরবে থাকতেন। সকালে স্ত্রী, পুত্রসহ এগারসিন্দুর ট্রেনে কিশোরগঞ্জে আসেন তিনি। আর স্টেশনে নেমেই দুর্বৃত্তদের হামলার শিকার হন।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়া জানান, ভৈরব থেকে ‘খ’ বগিতে ওঠেন তারা। এ সময় ওই বগিতে থাকা এক তরুণী তারা টিকেট করেছে কিনা জানতে চান। তখন স্টেশন মাস্টারের স্ত্রী তার স্বামী রেলের স্টাফ পরিচয় দিয়ে জানান, তাদের কাছে একটি টিকেট আছে। ভৈরব থেকে তিনটি টিকিট একসঙ্গে পাওয়া যায়নি। আর দুটি টিকেট সামনের স্টেশন কুলিয়ারচর স্টেশন থেকে সংগ্রহ করা হবে। এসব নিয়ে ওই নারী যাত্রীর সঙ্গে তাদের সামান্য বাগবিতণ্ডা হয়।

ওসি জানান, ওই নারী যাত্রীর বাসা কিশোরগঞ্জ রেল স্টেশনের পাশে। তার নাম টুশি। ওই যাত্রী তার ভাই অন্তুকে ফোনে জানান, একব্যক্তি তার সঙ্গে অশোভন আচরণ করেছে। সে যেন কয়েকজনকে নিয়ে স্টেশনে থাকে। ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে থামা মাত্র ৫ থেকে ৭ জন তরুণ স্টেশন মাস্টারকে বগি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ আহত স্টেশন মাস্টারকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে স্টেশন মাস্টারের স্ত্রী, বাজিতপুরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মুল সায়খা দিতি বলেন, স্বামীকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেও মারধরের শিকার হয়েছেন। এ সময় তার গলা থেকে একটি সোনার চেন ছিনিয়ে যায় হামলাকারীরা। তার স্বামীর মোবাইল ফোনটিও ভেঙে ফেলে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পরিচালক ডা. হেলাল উদ্দিন বলেন, স্টেশন মাস্টার শঙ্কামুক্ত হলেও তিনি গুরুতর আহত। গলাসহ সারা শরীরে আঘাতের দাগ দেখা গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত খলিলুর রহমান বলেন, তিনি দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় মামলা করবেন।

স্টেশনের কর্মচারীরা জানান, খলিলুর রহমান ডিউটিরত অবস্থায় ছিলেন। তিনি হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় স্টেশনে দায়িত্বরত কোনও মাস্টার ছিলেন না। ঘণ্টাখানেক পর কর্তৃপক্ষ আরেকজনকে মাস্টারের দায়িত্ব দিয়ে স্টেশনে পাঠান। এসব কারণে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে ঘণ্টাখানেক দেরি হয়। দুপুর পৌনে ২টার দিকে ট্রেনটি কিশোরগঞ্জ ছাড়ে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন