হোম অন্যান্যসারাদেশ মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর টাকা ফেরতের দায় নিতে নারাজ বায়রা

মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর টাকা ফেরতের দায় নিতে নারাজ বায়রা

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

অনলাইন ডেস্ক:

মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার শ্রমিকের টাকার ফেরত দেয়ার দায় নেবে না বায়রা। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলে সংগঠনটি। বলা হয়, মানুষের এই টাকা ফেরত দেয়ার দায় সিন্ডিকেটের ১০০ এজেন্সির।

এ সময় বায়রা আবারও দখলের চেষ্টা করছে মালয়েশিয়ার সেই সিন্ডিকেট বলে অভিযোগ করেন নেতারা। তারা বলেন, গেল ১২ অক্টোবর ডিসি কমিটির মিটিং চলাকালে আচমকাই হামলা চালায় স্বৈরশাসকের দোসর মালয়েশিয়ান সিন্ডিকেট। আহত হয় বায়রার নেতাকর্মীসহ সাধারণ সদস্যরা।

অভিবাসন খাতকে ঢেলে সাজানোসহ মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানায় বায়রার একাংশ। মানুষের অর্থ লুট ও পাচার হওয়া অর্থ ফেরত আনাসহ এই সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানায় সংস্থাটির একাংশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন