হোম জাতীয় সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলীর জানাজা শনিবার

সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলীর জানাজা শনিবার

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

জাতীয় ডেস্ক:

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর জানাজা শনিবার (৪ মে) অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ মে) বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার বাদ জোহর রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ আইনজীবীরা জানাজায় অংশগ্রহণ করবেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ মে) মৃত্যু হয় এ জে মোহাম্মদ আলীর।

মোহাম্মদ আলী ১৯৮০ সালে হাইকোর্টে এবং ১৯৮৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালের ২৩ অক্টোবর তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। ২০০৫ সালের ৩০ এপ্রিল দেশের ১২তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। তিনি ২৪ জানুয়ারি ২০০৭ সালে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন