হোম খুলনাসাতক্ষীরা অমর একুশের ০৩ (তিন) দিন ব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গ্রন্থাগার পরিদর্শনে জেলা প্রশাসন ও গুনীজন

নিজস্ব প্রতিনিধি:

“আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে এবং সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় ০৩ (তিন) দিন ব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহসী করবে।

সময়ের চলমান সিঁড়িতে দাড়িয়ে জীবনের বাস্তবতায় স্মরণীয় বরনীয় সব মানুষকে নিয়ে যত প্রচার প্রসার হবে ততই দেশ ও জাতির উন্নয়ন হবে। উক্ত মেলা শুরুর দিকে উপস্থিতি কম থাকলেও সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, আভিভাবক,জ্ঞানীজন, সুধীজন, কবি, সাহিত্যিক, লেখক সহ সমাজের নানা শ্রেণীর মানুষ এবং দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছিল।

মেলায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগারে সাতক্ষীরার নবীন-প্রবীন, লেখক, গবেষক কবি সাহিত্যিকদের লেখা বেশ কিছু প্রকাশিত বই সহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই স্থান পেয়েছে, যা প্রশংসনীয়। উক্ত মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রধাসন, সরকারি গণ গ্রন্থাগার, বাংলাদেশ শিশু একাডেমী, প্রথম আলো বন্ধুসভা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গ্রন্থাগার, ঈক্ষণ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, সাতক্ষীরা পৌরসভাসহ ২৫ টি স্টল অংশগ্রহণ করে। মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গ্রন্থাগার কর্তৃক স্টলটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, জেলা সরকারি গণগ্রন্থাগার সহকারী লাইব্রেরিয়ান মোঃ জিয়ারুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীন, ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, অবসর প্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা জমির উদ্দীন সহ কবি, সাহিত্যিক নাট্যকর, গবেষক সুধীজন ও গুণীজন, সাংবাদিকবৃন্দ।

সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন মেলায় স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক রিয়াজুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন