হোম খেলাধুলা এমবাপ্পেকে ক্লাবে টানতে রিয়ালকে সাহায্য করবেন নাদাল

এমবাপ্পেকে ক্লাবে টানতে রিয়ালকে সাহায্য করবেন নাদাল

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

টেনিস ময়দানের তারকা হলেও ফুটবল অনেক ভালোবাসেন রাফায়েল নাদাল। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের অনারারি সদস্য তিনি। পছন্দের দলের খেলা দেখতে প্রায়ই ছুটে যান মাঠে। এবার এই তারকা জানালেন, রিয়ালের খেলার জন্য এমবাপ্পেকে রাজি করাতে যেকোনো কিছু করতে রাজি আছেন তিনি।

সম্প্রতি এক ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে নাদাল বলেন, ‘আমি চাই এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসুক। রিয়াল মাদ্রিদের দলটা দুর্দান্ত। চলতি মৌসুমে এত চোট পাওয়ার পরেও ওরা ভাল খেলছে। এমবাপ্পে সঙ্গে থাকলে ওরা আরও ভাল দল হয়ে উঠবে। যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে এমবাপ্পেকে আনার জন্য অবদান রাখার চেষ্টা করব।’

এমবাপ্পের রিয়ালে আসার গুঞ্জন ছিল গত কয়েক মৌসুম জুড়ে। ২০২২-২৩ মৌসুমে তো দুপক্ষের মধ্যে কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে শেষমেশ ফ্রান্সের প্রেসিডেন্টের অনুরোধে পিএসজিতেই থেকে যান এই তারকা ফুটবলার। দেড় বছর পেরোতে সেই গুঞ্জন এখন আরও একবার সামনে এল।

তবে এবার রিয়ালে আসার সম্ভাবনা রয়েছে এমবাপ্পের। চুক্তির এক বছর এখনও বাকি থাকলেও ইতোমধ্যে নিজের ক্লাব পিএসজিকে ক্লাব ছাড়ার বিষয়ে জানিয়ে রেখেছেন এই তারকা। চলতি বছরের জুলাইয়ে পিএসজি ছাড়তে চান তিনি।

২০২২ সালে পিএসজির সঙ্গে বিশাল অংকে চুক্তি করার আগে এমবাপ্পের বাজারমূল্য ছিল প্রায় ১৬০ মিলিয়ন ইউরো। ২০২১ সালে তাকে কেনার জন্য নাকি প্রায় ২০০ মিলিয়ন ইউরোই অফার করেছিল রিয়াল মাদ্রিদ। শুরু থেকে এমবাপ্পেকে ধরে রাখার ব্যাপারে নাছোড়বান্দা ছিলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। যে কারণে জোর সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আর দলবদল ঘটেনি।

বিশাল অংকের টাকার বিনিময়ে ২০২২ সালের মে মাসে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন এমবাপ্পে। চুক্তি অনুযায়ী ফরাসি ক্লাবটিতে ২০২৫ সাল নাগাদ থাকার কথা তার। কিন্তু পরের ঘটনাপ্রবাহে এমবাপ্পে-পিএসজির সম্পর্ক ভালো যায়নি। যে কারণে এ বছরের শুরুর দিকে আবারও তাকে নিয়ে দলবদলের গুঞ্জন ছড়ায়।

ঘটনার ধারাবাহিকতায় গত শীতকালীন দলবদলে এমবাপ্পেকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যার প্রেক্ষিতে ফরাসি তারকাকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়। তবে সে সময় তিনি এ বিষয়ে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। জানান, দলবদলের বিষয়ে কোনো কিছু না বলার ব্যাপারে তার সঙ্গে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির একটা চুক্তি আছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন