হোম বিনোদন শহীদ মিনারে হুমায়ুন আহমেদের ‘ধর্ষণবিরোধী’ নাটক

শহীদ মিনারে হুমায়ুন আহমেদের ‘ধর্ষণবিরোধী’ নাটক

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

বিনোদন ডেস্ক:

সম্প্রতি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও নোয়াখালীতে একের পর এক ধর্ষণের অভিযোগ ওঠায় কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে নাট্যদল সময়। জনপ্রিয় কথাসহিত্যিক হুমায়ুন আহমেদের ছোটগল্প ‘পিঁপড়া’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নাট্যজন আকতারুজ্জামান।

ধর্ষণবিরোধী সচেতনতা বৃদ্ধির বার্তা দেয়া এই নাটকে অভিনয় করছেন – ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, সাইফুল বাবু, সাঈফ, রাকিব আল হাসান, মুক্তা ও জুঁই। নাটকটিতে পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত অমর একুশের অনুষ্ঠানে সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হবে সময় প্রযোজিত নাটক ‘পিঁপড়া’।

‘একুশ মানে মাথানত না করা’ স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হয়েছে অমর একুশের অনুষ্ঠানমালা। ওইদিন বিকালে ৯ দিনব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিজন রামেন্দু মজুমদার।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন অনুষ্ঠানমালার আহ্বায়ক ঝুনা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আহ্কাম উল্লাহ।

অনুষ্ঠানমালা উদ্বোধনের সময় রামেন্দু মজুমদার বলেন, একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া। আমরা সংস্কৃতিকর্মীরা যখনই অন্যায় দেখেছি, প্রতিবাদ করেছি। আমাদের দুর্ভাগ্য স্বাধীনতা অর্জনের ৫২ বছর পরও আমাদের দেশে অপশক্তি কোন কোন ক্ষেত্রে মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রামেন্দু মজুমদার বলেন, এমন জঘন্য ঘটনার শুধু ধিক্কার জানালেই হবে না, এদের উপযুক্ত শাস্তির দাবি করছি।

রামেন্দু মজুমদার আরও বলেন, ‘শিক্ষাক্ষেত্রে এমন অন্যায় আমরা কখনোই মেনে নেব না। আমরা আশা করব, বাংলাদেশে যতদিন একটা মানবিক অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলবে। আমাদের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি বার্তা ছড়িয়ে দিতে পারলে উন্নত জাতি হিসেবে আমরা নিজেদের দাবি করতে পারব।’

প্রতিদিন বিকাল ৫টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের অনুষ্ঠানমালা চলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠানমালা চলবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন