হোম রাজনীতি সপ্তম নৌবহর-স্যাংশনের বদলে ফুল নিয়ে আসছেন রাষ্ট্রদূতরা: রাজ্জাক

সপ্তম নৌবহর-স্যাংশনের বদলে ফুল নিয়ে আসছেন রাষ্ট্রদূতরা: রাজ্জাক

কর্তৃক Editor
০ মন্তব্য 96 ভিউজ

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি নেতারা ভেবেছিল নির্বাচনের পর সপ্তম নৌবহর না এলেও গানবোট আসবে, স্যাংশন আসবে। অথচ সপ্তম নৌবহর-স্যাংশনের বদলে ফুল নিয়ে আসছেন অ্যাম্বাসেডররা।

শনিবার (২৭ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও গণতন্ত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

সাবেক এ কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের আগামী ৫ বছর বোকার মতো ফ্যালফ্যাল করে থাকতে হবে।

তিনি বলেন, আমরাও ফেরেশতা নই, আমরাও ভুলভ্রান্তি করতে পারি, নেত্রীও ভুল করতে পারেন।

এসময় একাত্তরের শান্তি কমিটির লোকজনই বিএনপি করে বলেও মন্তব্য করেন রাজ্জাক।

একই অনুষ্ঠানে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনের নামে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। কিন্তু তাদেরকে কোনো অবস্থায় সহিংসতার সুযোগ দেয়া হবে না। অশান্তি সৃষ্টিকারীদের কালোহাত ভেঙে দেয়া হবে।

বিএনপি কালো পতাকা কাকে দেখাতে চায়- প্রশ্ন রেখে তিনি বলেন, জনগণ এরই মধ্যে তাদের কালো পতাকা দেখিয়ে দিয়েছে। আর বিদেশিরা লাল পতাকা দেখিয়েছে।

উৎসবমুখর পরিবেশে চমৎকার নির্বাচন হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচনের পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার অভিপ্রায় প্রকাশ করেছেন।

‘ভোটের আগে বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছে, যাতে সরকারের সঙ্গে কাজ না করে, সে কথা বলেছে। কিন্তু বিদেশিরা তাদের কথায় সাড়া দেয়নি। নির্বাচনের পর সারা বিশ্ব শেখ হাসিনার সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে’, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকন্যার প্রতি আস্থাশীল। যারা ভোট বয়কট করার রাজনীতি করে, তাদের জন্য এবারের নির্বাচন বার্তা দিলো যে কোনো দলের বর্জনে কিছু যায় আসে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন