শিপলু জামান, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু শ্রেনীর এক ছাত্রী লামিয়া (ছদ্দনাম) শিক্ষক দ্বারা নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছে।এমন অভিযোগে নির্যাতিত ছাত্রীর পিতা জিল্লুর রহমান কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
জানা গেছে ,উপজেলার সুন্দরপুর দূর্গাপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানের মেয়ে লামিয়া দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী ।সে ২৪ জানুয়ারী শ্রেনীকক্ষে নিজ ব্যাগ থেকে পাঠ্য বই বের করতে দেরি করলে ,বিদ্যালয়টির পাঠদানকারী শিক্ষক আবুল কালাম আজাদ রতন (রতন বিশ্বাস) ওই ছাত্রীর দুই কানের উপর থাকা চুল ধরে উচু করে রাখে ।চুল ছিড়ে এক পর্যায় শিশু শ্রেনীর ছাত্রীটি মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়ে ।এ ঘটনা জানার পর ওই ছাত্রীর পিতা জিল্লুর রহমান ২৫ জানুয়ারী কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগের দায়েরের ব্যাপারে শিশু শ্রেনীর ছাত্রীর পিতার মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই শিশুর চাচা দাবি করা আকরাম হোসেন জানান ,ভাই মাঠের কাজে ব্যস্থ।শিশু নির্যাতনের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান ,শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়েছে ।নির্যাতনের পর শিশুটির হাতে ৫ টাকা দিয়ে ওই শিক্ষক (রতন) বিষয়টি কাউকে না বলার জন্য বলে ।আমরা আজ উপজেলা নির্বাহি অফিসারের কাছে গিয়ে পারিবারিকভাবে একটি লিখিত অভিযোগ করেছি ।
অভিযোগের ব্যাপারে শিক্ষক আবুল কালাম আজাদ রতন জানান,ওই মেয়েটাকে আমি অনেক স্নেহ করি ,মেয়েটাকে আদর করতে গিয়ে তার চুলে একটু টান লেগে এমনটা হয়েছে ।তাছাড়া সামাজিক দ্বন্দের কারনে এমন অভিযোগ করা হয়েছে ।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ,আমি গাড়ির ভিতর।পরে কথা বলবো ।