ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য সেবাদানকারীদের উপর দুর্বৃত্তদের নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এম্বুলেন্সসহ সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা মানববন্ধন করেছে।
বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় হাসপাতালের সামনে বিক্ষোভ ও মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মফিদুল ইসলামের সভাপতিত্বে এসময় ডা. মোস্তাফিজ রহমান, ডা. সুমন কবীর, ডা. মনোজ মালাকার, ডা. মোহতেসাম আরা, নার্স কমলা রানী, কমলা বসু, স্বাস্থ্য পরিদর্শক আ. সালাম সরদারসহ বিভিন্ন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চারজন রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায়।
এসময় তারা চিকিৎসক-সেবাদানকারীদের উপর হামলার পাশাপাশি সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলা কারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া তারা কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানান।