হোম ঢাকানারায়ণগঞ্জ পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি!

পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি!

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের পোশাক পরে সৌদি প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার তারাবো পৌরসভার ডেমরা ব্রিজ ও তারাবো বিশ্বরোড গোলচত্বর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ফাহিমা ও তার ছেলে আব্দুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা।

ফাহিমা বলেন, আমার ছেলে ও আমাকে রিসিভ করতে আসা আমার শাশুড়ি, ননদ ও মামা শ্বশুরসহ সবাই মিলে একটি প্রাইভেটকারে করে ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমরা। ডেমরা সুলতানা কামাল সেতু পার হয়ে আমরা তারাবো বিশ্বরোড গোলচত্বরের কাছাকাছি পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৭-৮ জন লোক একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে আসে এবং আমাদের মাইক্রোবাসের পথরোধ করে। তারা গাড়ি ও পাসপোর্ট চেক করার কথা বলে আমার ট্রলি ব্যাগ, লাগেজ, ভ্যানিটি ব্যাগ ও‌ হাত ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে ও ভয় দেখিয়ে আমার আট ভরি সমপরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। পরে এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগী ফাহিমা বাদি হয়ে একটি অভিযোগ করেছেন। ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন