হোম খুলনাবাগেরহাট কর্মকর্তাদের শতভাগ সেবা প্রদানের মানশিকতা নিয়ে অফিস করতে হবে -এমপি সোহাগ

কর্মকর্তাদের শতভাগ সেবা প্রদানের মানশিকতা নিয়ে অফিস করতে হবে -এমপি সোহাগ

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের শতভাগ সেবা প্রদানের মানশিকতা নিয়ে অফিস করতে হবে। মনে রাখতে হবে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। সেবা গ্রহীতাদের শতভাগ সেবা প্রদান করাই আপনাদের প্রধান কাজ। আজ থেকে একজন সেবা গ্রহীতাও যেন সরকারী দপ্তরের সেবা বঞ্চিত না হয়। সোমবার সকালে উপজেলা পরিষদের উন্নয়ন-সমন্বয় ও আইন-শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ এসব কথা বলেন।

তিনি উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে আরো বলেন, সামাজিক বিরোধ ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করবেন। সরকারের উন্নয়নমূলক সকল প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন ও দৃশ্যমান হতে হবে। তই নিজ দ্বায়িত্ব সম্পর্কে কর্মকর্তাদের আরো মনোযোগি হওয়ার আহবান জানান সোহাগ।

নবনির্বাচিত এমপি বদিউজ্জামান সোহাগ উপজেলা পরিষদের এ সভায় যোগদানের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, সরকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন