হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে সিএইচসিপি’র চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

আশাশুনিতে সিএইচসিপি’র চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

কর্তৃক
০ মন্তব্য 133 ভিউজ

এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে কমিউনিটি ক্লিনিকে চাকরিরত সিএইচসিপিদের চাকুরী স্থায়ীকরণ ও প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে সিএইচসিপি সদস্যদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,

বর্তমান করোনাভাইরাস দেশব্যাপী মহামারি আকার ধারণ করায় জীবনের ঝুঁকি নিয়ে আমরা চিকিৎসা সেবার পাশাপাশি সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এ্যান্সের মাধ্যমে কোন রোগের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করে চলেছি। মহামান্য হাইকোর্টে তাদের দাবির পক্ষে রায় ঘোষনা করলেও আজ পর্যন্ত রায়ের বাস্তবায়ন হয় নাই। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে টানা ৩৯ দিন ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালনকালে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে ট্রাস্ট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণসহ যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা প্রদানের ঘোষণা দিলেও আজ পর্যন্ত সে ঘটনার কোন বাস্তব রূপ তাদের চোখে পড়েনি। ২০১৯ সালে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ এবং ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী তাদেরকে আশ্বস্ত করলেও তার পরবর্তী কোনো কার্যক্রম আজও পর্যন্ত দেখেনি। বক্তারা মানববন্ধনে তাদের দাবি তুলে ধরতে গিয়ে বলেন, চাকরির শুরু থেকে তাদের ইনক্রিমেন্ট, ১১তম গ্ৰেডে পদোন্নতিসহ প্রবৃদ্ধি ফান্ডের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সর্বশেষ বক্তারা বলেন, আমাদের দাবি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বজলুর রহমান বাবু, স ম সেলিম রেজা, ডাঃ সাইফুজ্জামান সাগর, সাইদুল বাসার,তরিকুল ইসলাম, রবিউল ইসলা, শেখ আলীমুল রাজীব,আশফুল হোসেন, সেলিনা,তানিয়া ইয়াসমিন, তানিয়া রহমান,অমিত সরকা, বাসুদেব কুমার মন্ডল প্রমুখ। এ সময় উপজেলার সকল সিএইচসিপি সদস্য উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন