হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আসাদুজ্জামান (৪০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলা আজিজপুর গ্রামের আবুল কালামের ছেলে।

বুধবার (১৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই শোভন দাশ ও এএসআই শামীম হোসেন সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা টাউনশ্রীপুরের আবু বকর মিস্ত্রির বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এসময় তার দেহ তল্লাশী করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পরবর্তী জব্দ করে পুলিশ।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী আসাদুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন