হোম খুলনাঝিনাইদহ সুগার মিলে যান্ত্রিক ত্রুটিতে কোটি টাকা ব্যয় ,উৎপাদন ব্যাহত

সুগার মিলে যান্ত্রিক ত্রুটিতে কোটি টাকা ব্যয় ,উৎপাদন ব্যাহত

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

শিপলু জামান,কালীগঞ্জ (ঝিনাইদহ) :

ঝিনাইদহের কালীগঞ্জের রাষ্ট্রীয় এ সুগার মিলটি গত বছরের ২২ ডিসেম্বর ডোঙ্গায় আখ ফেলার মধ্য দিয়ে ২৩-২৪ বছরের আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু করে । উদ্বোধনের মাত্র একদিন পরই ২৩ ডিসেম্বর রাত ১২ টায় যান্ত্রিক ত্রুটিতে সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ হয়ে যায় ।১৬ ঘন্টার দীর্ঘ প্রচেষ্টার পর উৎপাদন কার্যক্রমে ফিরে আসে মিলটি ।

এর ঠিক ১৩ ঘন্টা পর আবারো যান্ত্রিক ত্রুটিতে ৮ ঘন্টা বন্ধ থাকে মিলটি ।এভাবেই চলতি মাসের ১৫ জানুয়ারী পর্যন্ত ১০৪ ঘন্টা বন্ধ থাকে রাষ্ট্রীয় এ ভারি শিল্প প্রতিষ্ঠান । পুরাতন যন্ত্রপাতি মেরামতে প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯০ লাখের কিছু বেশি) ব্যয় করেও ,যন্ত্রপাতি পুনঃমেরামত কোন কাজে আসেনি । বিগত বছরগুলোতে ওপেন টেন্ডারের মাধ্যমে যন্ত্রপাতি মেরামত ব্যয়সহ অন্যান্য কাজ করা হলেও সে নিয়ম এবার ছিল খাতা কলমে ।

২২-২৩ অর্থ বছরে ২৩ কার্যদিবসে মিলটির উৎপাদন ছিল প্রায় ২৭ হাজার বস্তা চিনি যা ২৩-২৪ অর্থ বছরে ২৩ কার্যদিবসে ১৪ হাজার বস্তায় দাড়িয়েছে ।গড়ে ৬ শতাংশ হারে চিনি উৎপাদনের গড় ধরা হলেও সূত্র বলছে এবার ৪ শতাংশ হারে উৎপাদন হচ্ছে ।

সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, মিলে আখ মাড়াই শুরুর আগেই যন্ত্রপাতি মেরামতের কাজ করা হয় । চলতি মৌসুমে মিলে ১ কোটি ৯০ লাখ টাকা পুরাতন যন্ত্রপাতি মেরামত ও টারবাইনে ৩০ লাখ টাকা বাজেট ধরা হয় । তবে যন্ত্রপাতিগুলো বেশি পুরাতন হওয়ায় সমষ্যা বেশি হচ্ছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন