হোম খুলনাবাগেরহাট মোংলায় জমি দেওয়ার কথা বলে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক কামরুল

মোংলায় জমি দেওয়ার কথা বলে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক কামরুল

কর্তৃক Editor
০ মন্তব্য 168 ভিউজ

মোংলা প্রতিনিধি :

কম দামে জমি ক্রয় করে সুযোগ বুঝে চড়া দামে জমি বিক্রি করাই তার নেশা। আবার জমি দেওয়ার কথা বলে টাকা নেওয়াও তার পেশা। এভাবে প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় এক কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন কামরুল শিকদার নামে এক প্রতারক। সে মোংলা পৌর শহরের কুমারখালি এলাকার মৃত কাদের শিকদারের ছেলে।

কামরুল শিকদারের নামে মোংলা থানায় একাধিক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কয়েকজন ব্যক্তি। সেই অভিযোগে উল্লেখ করা হয়, জমি দেওয়ার কথা বলে টাকা নেয় সে। কিন্তু জমি না দিয়ে নানা রকম তালবাহানা করে এখন গাঁ ঢাকা দিয়ে আছে। টাকা ফেরত চাইলে ভুক্তভোগী শহিদুল ভূইয়া, সুজন, মোঃ শুকুর আলী, রানাসহ বেশ কয়েকজনকে আজ কাল টাকা দেওয়ার আশ্বাস দিলেও এখন তার ফোন বন্ধ রেখেছেন। তার বাড়ীতে গেলে ঘরে তালা বন্ধ পাওয়া যায় বলে ভুক্তভোগীরা জানায়। এ অবস্থায় থানা পুলিশের দারস্থ হয়েছেন তারা।

এ বিষয়ে জানতে কামরুল শিকদারের ফোনে যোগাযোগ চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়।

মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা অনুসন্ধান করে কামরুল শিকদারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন