নড়াইল অফিস:
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ওলিয়ার মোল্যা (৬৫) নামে এক কৃষক খুন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় দিঘলিয়া ইউয়িনের চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি চরদিঘলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,ওলিয়ার মোল্যার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো চাচাতো ভাই রোকনউদ্দিন মোল্যার। শনিবার সকালে বিরোধপূর্ন জমিতে চাষাবাদের জন্য যায় ওলিয়ার। জমিতে যাবার পথে রোকউদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে ওলিয়ার মোল্যার উপর আক্রমন করে। এসময় তারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরিবারের লোজকন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ওলিয়ারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করে বলেন, ওলিয়ার মোল্যার হাসপাতালে পৌছানোর আগেই মৃত্যু হয়েছে।
নিহতের স্ত্রী আছমা বেগম অভিযোগ করেন, নিজ বাড়ি থেকে বিলে কাজের উদ্দেশ্য যাবার পথে ওৎ পেতে থাকা পঞ্চ পল্লীর মাতুব্বর ফিরোজ,মফিজ,রোকন মোল্যার নেতৃত্বে রবিউল, রিয়াদ সহ অন্তত ২০/২৩ জনে আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এ সময় তিনি হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কা ন কুমার রায় জানান, নিহতের লাশ পোষ্ট মর্টেমের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মর্মান্তিক এই হত্যকান্ডে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।