হোম অন্যান্যসারাদেশ মুকসুদপুরে ১৪৪ ধারা জারি

মুকসুদপুরে ১৪৪ ধারা জারি

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জ-১ আসনে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যাললের মাঠে একই দিন ও একই সময়ে নৌকার প্রার্থী মুহাম্মদ ফারুক খান এবং স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার জনসভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করবেন। একই সময়ে ও একই স্থানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ ফারুক খান নির্বাচনী জনসভা করতে চেয়েছেন। নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ওই স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ম্যাজিস্ট্রেট ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৩৬ ধারায় মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে পরের দিন শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৬ টা পর্যন্ত ফৌজদারি কাযবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়ে ওই স্থানে যেকোন ধরনের সমাবেশ, মিছিল, অস্ত্র ও বিস্কোরক দ্রব্য বহন, মাইকিংসহ জনশান্তির বিঘ্ন হয় এমন কোন কাজ নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে ওই স্থানে চারজনের অধিক ব্যক্তির চলাচল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জেলার মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ ফারুক খান এবং স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন