হোম খুলনানড়াইল রাস্তা আটকে প্যান্ডেল করায় মাশরাফির সমর্থকে জরিমানা

নড়াইল অফিস:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার নির্বাচনী সমাবেশের প্যান্ডেল রাস্তা আটকে রেখে করায় মাশরাফি সমর্থককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে শহরের রূপগঞ্জ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এদিন মাশরাফির সমাবেশ উপলক্ষে শহরের রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টিতে সমাবেশের প্যান্ডেল করেন রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সদস্যরা। রাস্তা আটকে রাজনৈতিক সমাবেশের প্যান্ডেল করায় মাশরাফির সমর্থকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। পরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। এছাড়া প্যান্ডেলসহ যাবতীয় প্রতিবন্ধকতা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন