হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমপি রবির নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের লেকভিউ কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি এবং এমপি রবির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এমপি রবি এ সময় তার ঈগল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান এবং আগামীতে নির্বাচিত হলে তিনি তার অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো সমাপ্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, ঘোনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. মহিদুল ইসলাম, বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজনুর রহমান মালি, বৈকারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জলিল প্রমুখ।

আগামী ৭ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান জানিয়ে বক্তারা বলেন, নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রদানে জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে সদর উপজেলার সকল জনপ্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বক্তারা আরো বলেন, ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এহছান হাববীব অয়ন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন