হোম চট্টগ্রামকুমিল্লা দুই প্রবীণ স্বতন্ত্র প্রার্থীর ট্রাক ও ঈগল মার্কায় জমজমাট প্রচার পথসভা গণসংযোগে ব্যস্ত

সাইফুল ইসলাম শিশির, কুমিল্লাঃ

কুমিল্লা-২,হোমনা ও মেঘনা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত প্রবীন দুই নেতা হোমনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি আবুদল মজিদ ও মেঘনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম শফিক । এদুইজনকে বাধ দিয়ে এবার কুমিল্লা -২, হোমনা ও মেঘনা আসনে আওয়ামী লীগ নেত্রীকে সাংসদ সেলিনা আহমেদ মেরি।এতিনজন আওয়ামী লীগ পরিবার লোক,তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী দুইজনের প্রবীণ নেতা,তাদের মধ্যে জমজমাট প্রচারণা জমে উঠেছে। স্বাধীনতার পর থেকে বরাবরই এই আসনটি ছিলো বিএনপির দখলে। ২০১৪ সালে জাতীয় পার্টি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বনে গেছে আমির হোসেন। ২০১৮ সালে আওয়ামী লীগের থেকে মনোনয়ন পান সেলিমা আহমেদ মেরি ভোটের মাধ্যমে জয়ী হন।

২০২৪ সালে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে তিতাস উপজেলাকে পরিবর্তন করে মেঘনাকে সঙ্গে নিয়ে হোমনা ও মেঘনা উপজেলার মিলে কুমিল্লা -২ আসন হয়েছে। একারণে আওয়ামী লীগের দুর্গ হিসেবে বেচ পরিচিত হোমনা ও মেঘনা উপজেলা। গত দুই সংসদ নির্বাচন ২০১৪ ও ২০১৮ সালে কুমিল্লা -১ দাউকান্দি ও মেঘনা উপজেলার নিয়ে কুমিল্লা -১ আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন জেনারেল সুবেদার আলী। এখন মেঘনা উপজেলাকে হোমনা উপজেলা সঙ্গে করায় কুমিল্লা -২ আসনটি জন্য আওয়ামী লীগ থেকে নৌকার মনোনীত প্রার্থী সেলিমা আহমেদ মেরি মঙ্গল হয়েছে ।জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা -২ আসনে ভোটের মাঠে সমানতালে দুই প্রবীণ স্বতন্ত্র প্রার্থী আলোচনা সমানতালে হচ্ছে। ফলে ভোটের হিসাব নিকাস পাল্টে যাওয়া সম্ভব রয়েছে। দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত দুই প্রবীণ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে ভোটারদের ধারনা। নির্বাচনের মাঠে চষে বেড়াচ্ছেন তরুণ প্রজন্মের ভোটারা। এদের বেশিরভাগ ছাত্র ও শিক্ষকরা প্রতি ঘড় ও বাড়িতে গিয়ে মনজয় করছেন। এ প্রবীণ দুই স্বতন্ত্র প্রার্থী আবুদল মজিদ ও শফিকুল আলম শফিক এর মধ্যে আবদুল মজিদ ভোটের মাঠে অনেক এগিয়ে রয়েছে।

তিনি বলেন, এবার যদি আপনার ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য করেন।আমার প্রথম কাজ দুই উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাসাধ্য কাজ করবো এবং এলাকার রাস্তাঘাট শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক নিরাপত্তার জন্য প্রশাসন কে নিয়ে আমি নিয়োজিত থাকবো।এদিকে মেঘনা উপজেলার করার জন্য শফিকুল আলম শফিকের ভূমিকা রয়েছে অনেক।তিনি মেঘনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি। তিনি দীর্ঘ বছর যাবত এলাকায় উন্নয়ন মূলককাজে অংশ গ্রহণ করেন।এই কারনে হোমনা ও মেঘনা উপজেলার সাধারণ জনগণের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।তার প্রতিক ঈগল,৭ জানুয়ারি সারাদিন ঈগল মার্কায় ভোট দিন। স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম শফিক এর জন্য এলাকায় ৭০ বছরের বয়স্ক সাধারণ ভোটাররা গণসংযোগ চালিয়ে যাচ্ছে ঈগল মার্কার জন্য মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের দুলবদি এলাকায় বড় সাপমারা, নালিতাপাড়া,তালতলী, বটতলী, ঠাকুরকান্দি,বেশকিছু এলাকায় পথসভা ও গণসংযোগ করে ৭ জানুয়ারি সারাদিন ঈগল মার্কায় ভোট দিন।বিজয়ের মালা শফিকুল আলম শফিককে পরিয়ে বিজয় মিছিল করবেন।

অপরদিকে আবদুল মজিদ এর সমর্থক আলআমিন বলেন, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তন আনতে আবদুল মজিদ সংসদ সংসদ হিসেবে নির্বাচিত করছে। দুই উপজেলায় তার পক্ষে ব্যাপক সাড়া মিলেছে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমাজসেবকমূলক কাজ করে আসছি আবদুল মজিদ। ভোটারদের মন জয় করতে তিনি নির্বাচনি মাঠে রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন