হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে করোনায় একদিনে পিতা-পুত্রসহ তিনজনের মৃত্যু

ফকিরহাটে করোনায় একদিনে পিতা-পুত্রসহ তিনজনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 138 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) :

বাগেরহাটের ফকিরহাটে শনিবার সকালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ইয়াদ আলী (৬০) নামের একজন পল্লী চিকিৎসক। তিনি খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন বিকেলে তার পুত্র খানজাহান আলী বাদশা (২৮) করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের বাড়ী সাতবাড়িয়া গ্রামে।

অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আট্টাকা গ্রামের শেখ আ: সালাম গ্রাম পুলিশ। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। তার নমূনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। এরআগে ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা যান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন