স্টাফ রিপোর্টার, কেশবপুর( যশোর) :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম সোমবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি আগামী ৭ জানুয়ারী তার ঈগল প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি যশোর -৬ আসনে কেশবপুরের সন্তান হিসেবে সেবা করার সুযোগ সহ প্রায়াত নেতা এ এস এইচকে সাদেকসহ সাদেক পরিবারের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া কেশবপুরের সাংবাদিক দের নিরাপত্তা নিশ্চিত করাসহ কেশবপুরের মানুষের ২৭ বিলের পানি নিষ্কাশনের উদ্যোগ নিবেন।
সাংবাদিক দের প্রশ্নের উত্তরে তিনি জানান তিনি নৌকা প্রতিকে ভোট করবার জন্য দলীয় মনোনয়ন ক্রয় করেছিলেন। তার সমথর্রক দের সরকারি দলের প্রার্থীর লোকজন হুমকি দিচ্ছে, যা তিনি নিবর্রাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন।
আজিজুল ইসলাম অতিতের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন,আমি কেশবপুর কে উনয়নে ব্রতী হবো। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলার কবীর হোসেন, শুকান্ত দাস, প্রান্ত সাহা,আলমগীর হোসেন সহ অন্যরা।