কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এঁর নেতৃত্বে কোতয়ালী থানাধীন ধর্মপুর ও শাসনগাছায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মৃত. জামাল উদ্দিন এর ছেলে মো: কামরুল ইসলাম (২৪), মৃত. আনোয়ার হোসেন এর ছেলে আব্দুল ছাত্তার(৩১),মৃত. ইসহাক মিয়ার ছেলে মো: কাদের (২৮) আব্দুল ছামাদ এর ছেলে মো: আরিফ হোসেন ((২৭) মৃত নজির আহম্মদ এর ছেলে মো: মিঠুন মিয়া(৪৭), মৃত. খোরশেদ আলম এর ছেলে মোঃ হিরণ (২৬), মৃত আব্দুল মান্নান এর ছেলে , ৭) আ: কাশেম(৩৫) নামীয় কে মাদক সেবনের সময় আটক করে মোঃ হিরনকে ০৩ মাস ও অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
অপরদিকে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ০৪ কেজি গাঁজাসহ ০১ জন আটক করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মো: শরিফুল ইসলাম এঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন কোরপাই কাজীবাড়ী নুরানীয়া মাদ্রাসার কাছে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নরসিংদী রায়পুর থানার মির্জারচর এলাকায় মৃত, শাহজাহান মিয়ার ছেলে নাজমুল (৩২)সঙ্গে ০৪ কেজি গাঁজাসহ কুমিল্লা কোরপাই কাজীবাড়ি এলাকায় হতে আটক করা হয়।
এব্যাপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পর্রিদশক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়। পরে কুমিল্লা আদালতে মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।