নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় চরমরজাল কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির আয়োজনে কবরস্থান উন্নয়নের লক্ষ্যে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল প্রাইমারী স্কুল মাঠে সভা হয়।
উক্ত সভায় আবুল কাসেমের সঞ্চালনায় মরজাল ইউপি সাবেক চেয়ারম্যান হেদায়েত উল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাফাহ্ ওয়েলফেয়ার ট্রাষ্ট এর চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান রাসেল।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক সেলিম মিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য নাদিম উদ্দিন সজল, জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মাহফুজুর রহমান পাভেল, রায়পুরা পৌর আ’ লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আফজাল, মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেন মুন্সি, মোগল হোসেন, অটবি লি: এর চীপ অপারেটিং কর্মকর্তা মো আওলাদ হোসেন, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন প্রমূখ। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসেল বলেন, চরমরজাল কেন্দ্রীয় মডেল কবরস্থান স্থাপনে ট্রাষ্টের পক্ষ থেকে ২০ লাখ টাকা প্রাথমিক অনুদানসহ বাস্তবায়নের সার্বিক উন্নয়নের সর্বাত্মক সহযোগিতা থাকবে। পাশাপাশি রাফাহ্ ওয়েলফেয়ার ট্রাষ্টের পক্ষ থেকে মসজিদ, মাদরাসা, গরীব অসহায় ঘর নির্মাণ করে যাচ্ছি। এলাকার বেকার যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করার লক্ষ্যে জায়গা পেলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলবো।