বাণিজ্য ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর কাটাগাঙের স্টিলের বেইলি সেতু এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলো- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মাহিবুর রহমান ও চাদঁপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ট্রাকচালক নাজমুল হোসেন।
পুলিশ জানায়, ট্রাকবোঝাই ভারতীয় চিনি নিয়ে সুনামগঞ্জ থেকে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্টিলের সেতু এলাকায় ট্রাকটি আটক করে। এ সময় চিনির মালিক হাবিবুর রহমান ও ট্রাকচালককে আটক করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই জিয়াউল ইসলাম জিয়া জানান, আটক চিনির মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তাদের নিকট থেকে নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সুনামগঞ্জ থেকে ভারতীয় চিনি নিয়ে হবিগঞ্জের উদ্দেশে যাওয়ার পথে জগন্নাথপুর থানা এলাকায় তাদের আটক করা হয়। আটকদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।