স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৯০, যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। রবিবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিনিয়র জেলা নিবর্রাচন অফিসার মোঃ আনিসুর রহমান স্বাক্ষরিত পত্রে জানা যায় এ তথ্য।
বৈধ হিসেবে বিবেচিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, জাতীয় পর্টি মনোনীত প্রার্থী জি এম হাসান, জাকের পার্টি মনোনীত প্রার্থী সাইদুজ্জামান।
যে সব প্রার্থীতা বাতিল হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল আজিজ ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম। বাতিলের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর ১%তালিকায় সমস্যা হোসাইন ইসলাম ও আয়কর ফরম বি ১০ জমা দেননি আজিজুল ইসলাম।