হোম খুলনাঝিনাইদহ অবরোধ ও হরতালের সমর্থনে কালীগঞ্জে বিএনপির মিছিল

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ ):

অবৈধ তফসিল বাতিল ,আটক নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় তত্বাবধাক সরকারের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩ ডিসেম্বর রবিবার ৪ ডিসেম্বর সোমবার দেশব্যাপি ডাকা অবরোধের সমর্থনে কালীগঞ্জ উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে ।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড: এম এ মুজিদ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদের তত্বাবধানে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন ও পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনের নেতৃত্বে মিছিলে অংশ নেয় কালীগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ।মিছিলটি কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্টান্ড থেকে শুরু হয়ে শহরের ফয়লা রোডস্থ কালীগঞ্জ উপজেলা বিএনপির দলীও কার্যালয়ে গিয়ে শেষ হয় ।

চলমান অবরোধ ও হরতাল প্রসঙ্গে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ জানান ,অবৈধ তফসিল বাতিল করে প্রহসনের নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না ।রাজপথেই সমাধান হবে এবার ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন