মনিরামপুর (যশোর)প্রতিনিধি:
মনিরামপুরে যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে ১কেজি ১৬৬ গ্রাম ১০টি স্বর্ণের বারসহ জাহিদুর রহমান (৩০) নামে এক পাচরকারী আটক। আটক
জাহিদুর মানিকগঞ্জ জেলার সিংড়া থানার চারি গ্রামের নুরুল ইসলামের পুত্র। বিষযটি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবি অফিস।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা ডিবি পুলিশের একটি টিম-মনিরামপুর পৌরশহরের মোহনপুর এলাকার বাঁধাঘাটা নামক স্থানে তল্লাশী চালিয়ে জাহিদুর রহমানের প্যান্টের বেল্টের ভিতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। বাজার হিসেবে যার মুল্য কোটি টাকা প্রায়।
এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ওসি (সার্বিক) শেখ মনিরুজ্জামান বলেন, ‘চোরা কারবারি জাহিদুর রহমান ঢাকা থেকে কেশবপুর যাচ্ছিলেন ১০টি সোনার বার নিয়ে, ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।