জাতীয় ডেস্ক:
বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করে কমিশন। তিনি বলেন, কেউ পছন্দ করুক বা না করুক; ইসি নির্বাচন করবে।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত দ্বিতীয় ধাপের সংলাপ শেষে একথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘তাদের (বিএনপি) প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আসুন। কিভাবে নির্বাচনে আসবেন সেটা আমরা চার্ট করে দিতে পারব না। আপনাদের জন্য শুভকামনা থাকবে। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে সফল হউন সেই শুভকামনা থাকবে।’
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ইতিবাচক ছিল। কিছু কিছু দল দাবি করেছে, পরিবেশ অনুকূল নয়। আমরাও সেটি সমর্থন করি।
শনিবার নিবন্ধিত ৪৪টি দলের সঙ্গে বৈঠকের আয়োজন করে নির্বাচন কমিশন। এতে সকালে ২২টি এবং বিকেলে ২২টি দল অংশগ্রহণের কথা ছিল। কিন্তু সকালে বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৩টি দল অংশ নিয়েছে। ইসিতে আসেনি ৯ দল। সেগুলো হলো: এলডিপি, বিজেপি, সিপিবি, কল্যাণ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএমএল, মুসলিম লীগ, খেলাফত মজলিশ ও গণতন্ত্রী পার্টি।
বিকেলে দ্বিতীয় ধাপের সংলাপেও ১৩টি দল অংশ নিয়েছে। আসেনি: বিএনপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
উল্লেখ্য, নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায় ইসি।