হোম অন্যান্যসারাদেশ হবিগঞ্জে এক ফ্রান্স প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন

হবিগঞ্জে এক ফ্রান্স প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন

কর্তৃক
০ মন্তব্য 649 ভিউজ

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে এক ফ্রান্স প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার আমবাড়িয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিয়ে বন্ধ করেন সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার।

আমবাড়িয়া এলাকার আবু তাহেরের ৩ ছেলে থাকেন ফ্রান্সে। ইদানিং তারা সকলেই বাড়ি ফিরেন। সর্বশেষ গত ১৪ মার্চ তার ছোট ছেলে আতিক মিয়া দেশে আসেন। এদিকে আগামীকাল ২০ মার্চ তার বড় ছেলে মাহবুবুর রহমানের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয় অন্তত ৮শ’ অতিথি।

 সন্ধ্যা বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানের কথা। খবর পেয়ে দুপুরে বিয়ে বাড়িতে হাজির হয়ে অনুষ্ঠান আয়োজন বন্ধ করেন উপজেলা ভূমি অফিসার। এসময় ফ্রান্স থেকে গত ১৪ মার্চ দেশে ফেরা আতিক মিয়াকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়।

মাধবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার জানান, সরকারী নির্দেশনা রয়েছে বিদেশ ফেরত যুবককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং জনসমাগম করতে পারবে না। সেই নির্দেশনা থেকেই তার বিয়ে বন্ধ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন