মাগুরা অফিস :
দেশব্যাপি স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত জোটের অস্থিতিশীল পরিবেশ অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামীলীগ। গতকাল রবিবার দুপুরে শহরের সেগুনবাগিচা এলাকায় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সোহেল পারভেজ দ্বীপ, যুগ্ম সম্পাদক ওহিদুর রহমান টিপু, জেলা কৃষকলীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফরির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান,ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, দেশ বিরোধী অপশক্তি খোলস থেকে বেরিয়ে আবারও অগ্নিসন্ত্রাস ও মানুষের জীবন কেড়ে নিচ্ছে। এই অপশক্তিকে রুখতে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত হওয়ার আহবান জানান।