হোম রাজশাহীনাটোর নওগাঁয় জোর করে জমি দখল, থানায় মামলা

অনলাইন ডেস্ক:

নওগাঁ সদরে জমি দখল করতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসত-বাড়ি ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা ।

শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার উল্লাসপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল কুদ্দুস দাবি করেন, পাঁচ বছর আগে এই গ্রামের শহিদা বেগমের কাছ থেকে ১৪ শতক জমি কিনে বাড়ি নির্মাণ করেন তিনি। এরপর থেকেই সম্পত্তি নিজেদের দখলে রাখার চেষ্টা করে শহিদা বেগমের লোকজন। জমির বিরোধ নিয়ে আদালতে মামলা হলেও শহিদা বেগম বেশ কিছু লোক নিয়ে শনিবার সকালে কুদ্দুসের বসত-বাড়িতে হামলা চালায়।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় কুদ্দুস বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শহিদা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন ধরেই কেটে দেন তিনি ।

বিষয়টি নিয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, অভিযোগটি আমলে নেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন