হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় শেখ রাসেল দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি:

কোমলমতি শিক্ষার্থীদের চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগীতা, শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে দেবহাটায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দিবসটি ঘিরে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পরে র‌্যালী শেষ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীতে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম প্রমুখ। পরে চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন