হোম খুলনাসাতক্ষীরা পারুলিয়ায় জমি নিয়ে বিরোধে পিতা-পুত্রকে পিটিয়ে জখম

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. অলিউল্লাহ (৬৩) নামের সখিপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক মুহুরি এবং তার দুই ছেলে মোখলেছুর রহমান (৩৫) ও মশিউর রহমান (৩০) কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর পারুলিয়া সেকেন্দ্রা এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। মারপিটে আহত অলিউল্লাহ ও তার দুই ছেলে বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এলাকাবাসী জানায়, প্রায় ২০ বছর আগে অলিউল্লাহ পারুলিয়া মৌজার সাবেক ২৫৮৪ খতিয়ানের ১৭৪ দাগে ১৯ শতক জমি পাশ্ববর্তী মহাতাব মৃধার চার ছেলে আব্দুর রশিদ, খলিলুর রহমান, আব্দুর রহিম ও শহিদুল ইসলামের কাছ থেকে কিনে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি ওই জমির ওপর কু-নজর পড়ে প্রতিবেশি মৃত দেলবার মৃধার ছেলে আক্তারুল, মনিরুল ও হামিদুলের।

তারা বিভিন্নভাবে জমিটি জবরদখলে নেয়ার হুমকিও দিয়ে আসছিলেন অলিউল্লাহর পরিবারকে। সোমবার সকালে পরিকল্পিতভাবে তারা অলিউল্লাহর জমিতে ঢুকে গাছপালা কাটা শুরু করেন। এসময় অলিউল্লাহ ও তার দুই ছেলে মোখলেছুর রহমান এবং মশিউর রহমান বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ আক্তারুল, মনিরুল, হামিদুল ও স্থানীয় মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রউফ লাঠিশোঠা দিয়ে পিটিয়ে তাদেরকে জখম করেন। পরে স্থানীয়রা তাদেরকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের পরিবারের পক্ষ থেকে হামলা ও মারপিটকারীদের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, ‘মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে। তদন্ত পরবর্তী এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন