ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দুর্নীতি-লুটপাট-অর্থপাচার বন্ধ এবং নেত্রকোনা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতির উপর হামলাকারীদের বিচারের দাবিতে ফরিদপুর জেলা বাম গনতান্তিক জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সিপিবি ফরিদপুর জেলা শাখার সভাপতি আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে আজ রবিবার বিকেল পাঁচটায় ফরিদপুর শহরের মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামের সামনে হতে এক পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সম্মূখে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা কমিটির সদস্য মানিক মজুমদার প্রমূখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা চাউল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে করার দাবী জানান। এছাড়া তারা দুর্নীতিবাজ ও লুটপাট কারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনাসহ নেত্রকোনা জেলা কমিউনিস্ট পার্টির জনসভায় হামলাকরীদের বিচারের দাবি জানান।