খেলার সংলাপ :
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে বাংলাদেশ। ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) টসে হেরে আগে বোলিং করে দলটি। এদিন টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের পরিবর্তে মিরাজকে টস করতে দেখে অবাক হন অনেকেই। শুরু হয় জল্পনা। এরই মধ্যে ম্যাচের ধারাভাষ্যে দিনেশ কার্তিক জানান, আজ সাকিবের না থাকার কারণ।
কার্তিক বলেন, বাংলাদেশের অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পান সাকিব। ডান পায়ের গোড়ালিতে পাওয়া এই চোট নিয়ে যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই, সাকিবের চোট কতটা গুরুতর সেটি নিশ্চিত হওয়া যায়নি।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজকের পর আগামী ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন মুশফিক-মিরাজরা ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।