হোম এক্সক্লুসিভ নড়াইলে পৃথক দুই দুর্ঘটনায় বাস-ট্রাক আর বাস-ট্রাকটর মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫জন আহত

মোস্তফা কামাল, নড়াইল অফিস :

নড়াইলে পৃথক ২ দুর্ঘটনায় বাস-ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছে। শুক্রবার ৪ আগষ্ট সকাল ৮টার দিকে প্রথম ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার তুলারামপুর এলাকায়। আর দ্বিতীয় ঘটনাটি সাড়ে ১২টার দিকে লক্ষীপাশা -যশোর-ঢাকা মহাসড়কে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজার এলাকায় । আহতদের উদ্ধার করে গুরুত্বর চার জনকে চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। বাকিদের নড়াইলের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে ঢাকা গামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজার বাসষ্টান্ড এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতির ফলে চালক নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিকে থেকে আসা একটি মাল বোঝাই বিআরটিসি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ কবলীত হয়। এতে বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গিয়ে চালক সহ অন্তত ১৫জন আহত হয়। আহতদের আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রাস্তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করে। গুরুত্বর চারজনকে চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। আহত বাকিদের নড়াইল সদর হাসপাতাল সহ লোহাগড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর আরেক ঘটনায় যাত্রিবাহী বাস ও মাটিবাহী ট্রাকটর ট্রলির মুখোমুখী সংঘর্ষে আন্তত ১০জন আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক ৪জনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বলেন, ঢাকা থেকে সাতক্ষীরা গামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা মেট্রো ব ১৫-১৬২৯ যাত্রিবাহী বাস নড়াইল সদর উপজেলার তুলারামপুর পেট্রেলপাম্প এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি (ট্রাকটরের জমিচাষের ফালা খুলে ফেলে মাল বহনের জন্য পেছনে ট্রলি জুড়ে দেয়া) অবৈধ মাটিবাহী ট্রাকটরট্রলির সঙ্গে সংঘর্ষ কবলিত হয়। এতে বাসটি দুমড়ে গিয়ে নারীসহ বাসের অন্তত ১০যাত্রি আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস নড়াইল ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংকটাপন্ন যশোর সদরের মালি গ্রামের আজিজুর রহমান, তার স্ত্রী সেলিনা মেয়ে নাজনিন ও শার্শার তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকা পঙ্গু পাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও ট্রলি পুলিশ জব্দ করতে পারলেও এর চালকরা সরে পড়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন