হোম অন্যান্যসারাদেশ মনিরামপুর উপজেলা চেয়ারম্যানের গাড়ীতে হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):

মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের প্রাইভেট গাড়ীতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৯ জুলাই) বিকেলে যশোর থেকে মনিরামপুর আসার পথে মুড়লী মোড় এলাকায় মোটরসাইকেল আরোহী দুইজন দুর্বৃত্ত উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের প্রাইভেট জিপ গাড়ীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। গাড়ীর সামান্য ক্ষতি হলেও ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় অল্পের জন্য তিনি রক্ষা পান। এ সময় গাড়ীতে আরও দুই স্বজন ছিলেন। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান নাজমা খানম যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডাইরি করেছেন এবং মনিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে চেয়ারম্যান নাজমা খানমের গাড়ীতে ককটেল হামলার ঘটনায় বিভিন্ন মহলের পক্ষ থেকে নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে। সোমবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের গাড়ীতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ পূর্বক সভায় নিন্দা প্রস্তাব পেশ করেন। যা উপস্থিত সকলে সমর্থন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সহকারী কমিশনার (ভূমি) মো: আলী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আলাউদ্দীন, মনিরামপুর থানার সেকেন্ড অফিসার আবু বক্কর, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ: আব্বাস উদ্দীন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সিরাজুল ইসলাম, আয়ুব হোসেন, শেখর চন্দ্র রায়, আক্তার ফারুক মিন্টু, ফারুক হুসাইন, আলমগীর কবির লিটন প্রমুখ। সভার বক্তাগণ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় সকলে সন্তোষ প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন