হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি:

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়ন, সুশীলনের বাস্তবায়ন ও দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি ও বিষয়ভিত্তিক ডায়ালগের আয়োজন করা হয়।

দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের নের্তৃত্বে উক্ত র‌্যালিটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে শিশু ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে উপজেলায় প্লাস্টিক বর্জ্য অপসারণের ডেমো করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমানের সভাপতিত্বে বিষয়ভিত্তিক ডায়ালগে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বসার ও উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর।

বক্তারা প্লাস্টিকের ব্যবহার ও অপব্যবহারের ফলে সৃষ্ট সমস্যা এবং প্লাস্টিক রি-সাইকেলিং এর ব্যাপারে গুরুত্বরোপ করেন। এসময় গ্রাম উন্নয়ন কমিটি এবং শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দসহ আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন