হোম অন্যান্যসারাদেশ একদিনে আরও ৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

স্বাস্থ্য ডেস্ক

সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী ৪১ জন এবং ঢাকার বাইরে ৫ জন।

মঙ্গলবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগেরদিন একই সময়ে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১৬২ জন এবং ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১৩৯ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ২৩ জন।
 
একদিন আগে সোমবার (২২ মে) সারাদেশে ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
 
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ মে পর্যন্ত মোট ভর্তি রোগী ১ হাজার ৫৩৩ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৯৭১ জন। ঢাকার বাইরে ভর্তি  রোগী ৫৬২ জন। এখন পর্যন্ত ১ হাজার ৩৫৮ জন ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে ঢাকায় ৮২২ জন, ঢাকার বাইরে ৫৩৬ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
 
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৮৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন