হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় জাতীয় ভোটার দিবস উৎযাপনে বর্ণাঢ্য র ্যালি

দীপক শেঠ, কলারোয়া ( সাতক্ষীরা) :

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস -২৩’ উৎযাপিত হয়েছে। বৃহস্পতিবার(২ মার্চ) সকাল ১০টায় দিবসটি উৎযাপনে বর্ণাঢ্য র ্যালি অনুষ্ঠিত হয়। ভোটার হব নিয়ম মেনে’ ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যায়ালি টি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যায়ালি শেষে নতুন ভোটার নিবন্ধন, নতুন ভোটার কার্ড বিতরণ, ভোটার সম্পর্কিত পরামর্শ প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় আয়োজনে অনুষ্ঠিত র‌্যায়ালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের( ইউএনও) রুলী বিশ্বাস।

বর্ণাঢ্য র‌্যায়ালিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইস,এম রোকনুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল,

মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পরিসংখ্যন কর্মকতা তাহের মাহমুদ সোহাগ, সমবায় কর্মকর্তা সৈয়েদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, শিক্ষা
ইনস্ট্রাক্টর নুর ইসলাম মৃধা, আইসিটি সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সংগীত শিল্পী শিলা রানী হালদার, নির্বাচন অফিসের স্টাফ মামুনুর রহমান, রফিকুল ইসলাম, ইয়াছিন গাজী, নূরজাহান সিমা, রোকনুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি, সাংবাদিক ও নতুন প্রজন্মের ভোটারগণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন