হোম অন্যান্যসারাদেশ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহার চায় ইবির নারী শিক্ষার্থীরা

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহার চায় ইবির নারী শিক্ষার্থীরা

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ
ইবি সংবাদদাতা:
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এসময় শিক্ষার্থীরা বর্তমান কমিশন ভেঙ্গে অংশগ্রহণমূলক নতুন কমিশন গঠনের দাবি জানান। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা কমিশনের সুপরিশকে প্রত্যাখ্যান করে বলেন, ‘সম্প্রতি নারী বিষয়ক কমিশন যে সুপারিশ করেছে তা ইসলামসহ সকল ধর্মের মূল্যবোধকে অপমান করেছে। ধর্মকে বাদ দিয়ে কেনো নীতি প্রণয়ন একবারেই অযৌক্তিক। বাংলাদেশের মানুষ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই কমিশন যৌন পেশাকে সামাজিক স্বীকৃতি দিয়েছে। যা নারী সমাজের জন্য চরম অবমাননাকর। এটা কখনোই নারীদের কাম্য অধিকার হতে পারে না। শাহাজালালের এই পূণ্য ভূমিতে আমরা কখনোই এমন অযৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেব না। আমরা সরকারে কাছে দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার কমিশন প্রত্যাহার করে নতুন কমিশন পুনর্গঠনের জোর দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার বলেন, ‘নারী বিষয়ক কমিশনে যারা বসে আছে তাদের বেশিরভাগই পশ্চিমা নিয়ন্ত্রিত এনজিও কর্মী। এদের বাদ দিয়ে বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিত্ব করে, এমন নারীদের নিয়ে নতুন কমিশন গঠন করে প্রতিবেদন প্রত্যাহার ও পুনর্গঠন করতে হবে। যার মাধ্যমে সকল ধর্মের নারীরা ন্যায্য অধিকার পাবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন