হোম অর্থ ও বাণিজ্য ২৫ দিনে এলো ১৩৪ কোটি ৭১ লাখ ডলার রেমিট্যান্স

২৫ দিনে এলো ১৩৪ কোটি ৭১ লাখ ডলার রেমিট্যান্স

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

বাণিজ্য ডেস্ক :

নভেম্বরের প্রথম ২৫ দিনে দেশে ১৩৪ কোটি ৭১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এতথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৩ কোটি ৪০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২ কোটি ৮৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৮ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

এদিকে গত অক্টোবর মাসে ১৫২ কোটি ৬৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা এর আগের আট মাসের মধ্যে সর্বনিম্ন। গত বছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৬৯ লাখ ডলার।

এছাড়া চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার, আগস্টে এসেছে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে এসেছে ১৫৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন