হোম খুলনাঝিনাইদহ ১৪ প্রার্থীর মধ্যে নৌকার মাঝি হতে চান দেবর ভাবি

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) :

৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ ০৪ আসনের নৌকার মাঝি হতে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে ১৪ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন ।

জানা গেছে, বিগত সব নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের ফরম সংগ্রহের সংখ্যা ছাড়িয়ে এবার রেকর্ড সংখ্যক ফরম ক্রয় হয়েছে ।ঝিনাইদহ সদরের একাংশ ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ ০৪ আসনে সাবেক দুই বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারসহ একাধিক প্রার্থী এ আসনে নৌকার বৈঠা ধরতে কেন্দ্রে দৌড় ঝাপ শুরু করেছেন।একাধিক প্রার্থীর ভিড়ে মনোনয়ন পেতে দেবর ভাবির আওয়ালীগের ফরম সংগ্রহ কালীগঞ্জ উপজেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে । কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রায়ত সাংসদ আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভপতি আব্দুর রশিদ খোকন মনোনয়ন সংগ্রহ ও জমা শেষে ঢাকায় অবস্থান করছেন।সেখান থেকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনোনয়ন ফরম হাতে একটি ছবি আপলোড করলে উপজেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় ।ছবিটির ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইতিবাচক আবার কেউ নেতিবাচক মন্তব্য করছেন ।আপলোড হওয়া ছবিতে দেখা যায় দেবর আব্দুর রশিদ খোকন ও ভাবি শামীম আরা মান্নান হাস্ব্যজ্বল ভঙ্গিতে মনোনয়ন ফরম হাতে ধরে ছবি তুলেছেন।

জানাগেছে , ১৭ নভেম্বর ঢাকার উদ্দেশ্যে কালীগঞ্জ শহর ত্যাগ করেন প্রায়ত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শামীম আরা মান্নান ।এবং একই সময় আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহের জন্য কালীগঞ্জ শহর ত্যাগ করেন কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন