হোম অন্যান্যলিড নিউজ হরিনাকুন্ডু উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার

হরিনাকুন্ডু উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার

কর্তৃক
০ মন্তব্য 151 ভিউজ

ঝিনাইদহ অফিস :

হরিনাকুন্ডু উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে হরিনাকুন্ডুর ফলসী ইউনিয়নের চেয়ারম্যান এর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত চেয়ারম্যান ফজলুর রহমানকে গ্রেফতার করেছে।

জানা গেছে, সোমবার দুপুরে হরিনাকুন্ডু উপজেলা প্রকৌশলীর দপ্তরে প্রবেশ করে চেয়ারম্যান ফজলুর রহমান ওই প্রকৌশলীকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদান করেন।

এই ঘটনায় উপজেলা প্রকৌশলী রওশন হাবিব হরিণাকুন্ডু থানায় মামলা দায়ের করেন। সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত চেয়ারম্যানকে তার শহরের বাড়ি থেকে গ্রেফতার করে।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান চেয়ারম্যানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন