হোম রাজনীতি স্মার্ট বাংলাদেশের কারিগর নতুন প্রজন্ম: কামরুল ইসলাম

স্মার্ট বাংলাদেশের কারিগর নতুন প্রজন্ম: কামরুল ইসলাম

কর্তৃক Editor
০ মন্তব্য 90 ভিউজ

রাজনীতি ডেস্ক:

নতুন প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউট ও ড. শহিদুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করতে চায়। তাদের বিরুদ্ধে লড়াই চলছে।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানলে অপশক্তির বিরুদ্ধে লড়াই সহজ হবে। সরকারের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। আর সেই স্মার্ট বাংলাদেশের কারিগর হবে নতুন প্রজন্ম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন