নিউজ ডেস্ক:
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে (ওটি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে অসদাচরণের অভিযোগে হাসপাতালের ওটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
এই তথ্য নিশ্চিত করে হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনুদ্দিন জানান, হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফরের সঙ্গে হাসপাতালের ক্যাজুয়ালটি ওটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণ সরকারি বিধি ভঙ্গ করে অসদাচরণ করেন এবং তর্কে জড়িয়েছেন। এ কারণেই তাকে শোকজ নোটিশ দেওয়াসহ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার সময় স্বাস্থ্য অধিদফতরের সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে ক্যাজুয়াল ওটির অব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে ইনচার্জ ডা. ধনদেব বর্মণ তার সঙ্গে তর্কে জড়ান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
