হোম খুলনানড়াইল স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নববধূকে ধর্ষণের চেষ্টা

নড়াইল অফিস:

স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে বখাটেদের হাতে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক নববধূ (১৯)। শনিবার (২২ জুন) নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে দুইজনকে আসামি করে কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণ চেষ্টার শিকার ভুক্তভোগী নারী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্বামীর সঙ্গে ঘুরতে বের হন ওই নারী। তাঁরা উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় অসংখ্য মৎস্য ঘেরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সময় ভুক্তভোগী নারীর এক আতœীয়ের মৎস্য ঘেরে অবস্থানকালে সেখানে অনধিকার প্রবেশ করেন চাঁচুড়ী গ্রামের মোশারফ হোসেন মোল্যার ছেলে এলাকার চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত আহাদ মোল্যা (৩৫) ও একই গ্রামের মহিদুল মুসাল্লির ছেলে রানা মুসাল্লী ওরফে ফেলা (৩০)। বখাটেরা ভুক্তভোগী নারীর স্বামীর ওপর অতর্কিতভাবে হামলা করে ধরে দূরে নিয়ে আটকে রেখে মারধর করেন ও হত্যার হুমকি দেয়। পরে আহাদ মোল্যা ওই নারীকেও চড়-থাপ্পড় মেরে শ্লীলতাহানি করে ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। সাথে থাকা স্বর্ণালংকার,আইফোন ও নগদ কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্বামীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বখাটেরা ঘটনাস্থল থেকে ত্যাগ যায় । এই ঘটনা থানা পুলিশকে না জানানোর জন্য বখাটে আহাদ মোল্যার ভাই স্থানীয় প্রভাবশালী মাতব্বর আশরাফুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন বলে ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করেন । তিনি জানান তাদের হুমকিতে থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, নিজেকে ও তাঁর স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানির বর্ণনা দিয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামী দুইজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা উৎঘাটনে মাঠে পুলিশের টিম কাজ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রæতার জের হিসেবে এ অভিযোগ দায়ের করা হয়েছে। ’

এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এ বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। সংশ্লিষ্ট থানায় খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন